ব্রাহ্মণবাড়িয়ায় গুলি করে চেয়ারম্যান প্রার্থীসহ ২ জনকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নাটঘরে দুর্বৃত্তদের গুলিতে মারা গেছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালক। নিহতরা হচ্ছেন- নান্দুরা গ্রামের মো. এরশাদুল হক (৩৮) ও কুড়িঘর গ্রামের বাদল সরকার (২৭)। এরশাদুল বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে। শুক্রবার রাত ১০টার দিকে চলন্ত মোটর সাইকেলে তাদের গুলি করে হত্যা করা হয়। পূর্ব বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দুর্বৃত্তদের গুলিতে ২ জন নিহতের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে নাটঘর গ্রামে। প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ লাশ ২টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গ-এ প্রেরণ করেছে। এ সংবাদ লেখা পর্যন্ত এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছিল।

শিরোনাম