ব্রাহ্মণবাড়িয়ায় বন্যায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে।উপজেলার সীমান্তবর্তী বীরচন্দ্রপুর গ্রামে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

এদিকে বন্যার কারণে বৃহস্পতিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।আখাউড়া উপজেলার সাহেবনগর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, ভারতের ঢলের পানি নেমে পুরো এলাকা পানির নিচে। রাতে পানি আরও বেড়েছে। ঘরেও ভালোভাবে থাকার অবস্থা নেই। তবুও কষ্ট করে পরিবারের সবাই অবস্থান করছেন।

একই এলাকার গৃহবধূ তাহমিনা বলেন, ঘরে পানি উঠায় দিনের বেলায় সড়কে অবস্থান করেন। আর রাতের বেলায় ঘরের ভেতরে মাচা বেধে থাকেন।

শিরোনাম