ব্রাজিলের খেলা নিয়ে বাকবিতন্ডা, সাভার ও বাগেরহাটে দুই যুবক খুন

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বিশ্বকাপে ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচ চলাকালীন খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে সাভার ও বাগেরহাটে দুই যুবক খুন হয়েছেন। নিহতরা হলেন,বাগেরহাটের মোরেলগঞ্জের টুটুল হাওলদার ও সাভারের হাসান। 

জানা যায়, শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিসাখালী গ্রামে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ শেষে তর্ক-বিতর্কের জের ধরে টুটুলকে ছুরিকাঘাত করে বাবুল হাওলাদার নামে এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় টুটুলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত টুটুল গুলিশাখালী গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। অভিযুক্ত বাবুল একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

এদিকে সাভার পৌর এলাকার ডগরমোড়ায় শুক্রবার দিবাগত রাতে ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা দেখার সময় বাক-বিতন্ডায় ছুরিকাঘাতে স্থানীয় আর্জের্ন্টিনা সমর্থক জুতা কারখানার এক শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম,মোঃ হাসান মিয়া (২৬)। 

শিরোনাম