ব্যাংককে চিকাৎসাধীন নূরে আলম সিদ্দিকীর অবস্থা উন্নতির দিকে

 

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
ব্যাংককে চিকিৎসা নিচ্ছেন নূরে আলম সিদ্দিকী।নূরে আলম সিদ্দিকীরিএখন উন্নতির দিকে। মুক্তিযুদ্ধের বীর সেনা। স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা। বঙ্গবন্ধুর চার খলিফার অন্যতম। বর্তমানে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক।

রাজনীতির মঞ্চ বা টেলিভিশনের পর্দায় সরব মুখ। পত্রিকার কলামে সাফ কথা তুলে ধরেন। কোভিডের শুরু থেকেই দেখা গেছে জুমে কথা বলতে।

বিভিন্ন টকশোতে অংশ নিতে। সাম্প্রতিক ইস্যু নিয়ে তীর্যক মন্তব্য করতে। কিন্তু বেশ কিছুদিন একেবারেই অন্তরালে এক সময়ের সরব এই মানুষটি। তিনি বেশ সময় ধরে ফুসফুস ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলে। ব্যাংককে চিকিৎসাধীন নূরে আলম সিদ্দিকী ক্রমেই সুস্থ হয়ে উঠছেন।

শিরোনাম