বোয়ালমারীতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে প্রাণ হারালো জামাইর

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে মো. মিজানুর রহমান (২৮) নামে এক যুবক খুন হয়েছে বলে জানা গেছে। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের নুরু মোল্যার ছেলে। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের রুপাপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের রাস্তা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নিহত মিজানুর উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের মো. মজিবুর মোল্যা ওরফে মজি কানার মেয়েকে বিয়ে করেন।

মঙ্গলবার দুপুরে শ্বশুরবাড়িতে দুপুরের খাবার খেয়ে বেলা সাড়ে তিনটার দিকে বাজারের উদ্দেশ্যে বের হয়ে খুন হন তিনি। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা শ্বশুরবাড়ির লোকজনের হাতে খুন হতে পারেন তিনি। বোয়ালমারী থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

শিরোনাম