বৈধ প্রার্থীর সংখ্যা ১৯৮৫, বাতিল ৭৩১ জন

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
সারাদেশে প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক হাজার ৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আর ৭৩১টি মনোনয়ন বাতিল করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আবেদন করা যাবে। সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

তফসিল অনুযায়ী, আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৫ থেকে ১৫ই ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ই ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ই ডিসেম্বর।

শিরোনাম