বেপরোয়া গতির তিন মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ৪ যুবকের

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই আরোহী। মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ২টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো,শরীয়তপুরের জাজিরার জয়নগর এলাকার মঞ্জু সরদারের ছেলে রমজান সরদার (২১), একই উপজেলার ইসহাক খাঁর ছেলে আলী খান (২২), কলমঢালীর কান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (১৯) ও শিবচরের মিঠুখার মুন্সীকান্দি এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার (২৫)।

শিরোনাম