বেনজীর-আজিজকে নিয়ে সংসদে তুমুল ঝড়

নিজস্ব প্রতিবেদকঃ
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজীর আহমেদকে নিয়ে সংসদ অধিবেশনের প্রথম দিনেই কথা বলেছেন দুই এমপি। স্বতন্ত্র এমপি আবদুল লতিফ সিদ্দিকী ও বিরোধী দলের চীফ হুইপ মুজিবুল হক চুন্নু পয়েন্ট অব অর্ডারে তাদের নিয়ে কড়া বক্তব্য রাখেন। বেনজীর আহমেদের বিদেশে যাওয়া সরকার কেন জানলো না তা নিয়ে প্রশ্ন তোলেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। সরকারি চাকরি করে তিনি কিভাবে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন তা নিয়েও প্রশ্ন করেন চুন্নু। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন।

মুজিবুল হক চুন্নু বলেন, আলেকজান্ডার এদেশ জয় করেন। তখন এদেশে কিছুদিন ছিলেন, এদেশের আলো বাতাস, মানুষের মনের গতিবিধি লক্ষ্য করে তার জেনারেল সেলুকাস তাকে বললেন যে কি বিচিত্র এদেশ সেলুকাস। আসলেই কি বিচিত্র। একটি পত্রিকার সম্পাদকীয়তে আছে আমাদের একজন সরকারি কর্মচারী ২০১০ সালের ১১ই অক্টোবর হাতে লেখা সবুজ পাসপোর্ট নবায়ন করতে যান যেটা সাধারণ পাবলিকের জন্য। সরকারি কর্মচারীদের জন্য নীল পাসপোর্ট।এবং তিনি সেটা নবায়ন করেন। তিনি যখন ডিজি র‌্যাব তখনও সেই সবুজ পাসপোর্ট। সেইখানে কি লেখা পেশা হিসেবে প্রাইভেট সার্ভিস। ডিজি র‌্যাব একজন এডিশনাল আইজি তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস। কি আশ্চর্য, এটা আমরা কেউ খেয়াল করলাম না। শুধু তাই নয়, আইজি থাকা অবস্থায় তার সেই সবুজ পাসপোর্ট এবং তিনি বিভিন্ন সময় বিদেশে গেছেন। ইমিগ্রেশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টের। প্রাইভেট সার্ভিস কি সর্বনাশা কথা।

শিরোনাম