বৃটেনের রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ আর নেই

 

সংবাদ জমিন,আন্তর্জতিক ডেস্ক ঃঃ
ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ শুক্রবার (৯ এপ্রিল) সকালে উইন্ডসর ক্যাসেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ প্রায় এক মাস চিকিৎসার পর গত মাসের মাঝামাঝিতে হাসপাতাল ছেড়েছিলেন প্রিন্স ফিলিপ। এর আগে লন্ডনের আরেকটি হাসপাতালে হৃদরোগ সংক্রান্ত জটিলতায় তাকে কাটাতে হয়েছিল।

১৯৪৭ সালে রাজকুমারী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তার বিয়ে হয়। তাদের বিয়ের প্রায় পাঁচ বছর পর রানী হন এলিজাবেথ। প্রিন্স ফিলিপ এবং রানী এলিজাবেথের চার সন্তান এবং আটজন নাতি-নাত্নী রয়েছে। বিশ্ব নেতারা রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক ও রানীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শিরোনাম