বিয়ের দিনে বরের লাশ !

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
বিয়ে করে নববধূ বাড়িতে আনার কথা ছিল। সেই বাড়িতে এখন কান্নার রোল। যে সময়ে বর সেজে যুবকের যাবার কথা কনের বাড়িতে, সে সময় নিথর মরদেহ হয়ে গেল হাসপাতাল মর্গে। এই ঘটনায় গাজীপুরের গ্রামজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

জেলার শ্রীপুর উপজেলার বনখড়িয়া গ্রামের অটোরিকশা চালক শরিফুলের মাত্র চারদিন আগে বিয়ের কাবিন হয় গাজীপুর সদর উপজেলার মির্জাপুরের মঞ্জু মিয়ার মেয়ে কারিমার সঙ্গে। গতকাল আনুষ্ঠানিকভাবে আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে কাবিন করে রাখা তার নববধূকে তুলে আনার নির্ধারিত দিন ছিল। কিন্তু আগের দিন বৃহস্পতিবার দিবাগত রাত থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় সে। আর দুপুরে গলাকাটা মরদেহ উদ্ধার হয় গ্রামের গজারি বন থেকে।

এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ জানায়, জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম