বিয়ের আসর থেকে নাবালিকা ছাত্রী স্কুলেই ফিরে গেল

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃঃ
বিয়ের সব আয়োজন সম্পন্ন। অপেক্ষা বরের। বর এলেই কনেকে পাঠানো হবে শ্বশুরবাড়ি। না বর নয়, বিয়ে বাড়িতে উপস্থিত হলো পুলিশ। পুলিশ আসার সংবাদ পেয়ে বর আর আসেনি বিয়ের আয়োজনে। বিয়েও হয়নি। বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো নবম শ্রেণির শিক্ষার্থী (১৪)।বিয়ের আসর থেকে নাবালিকা স্কুল ছাত্রী স্কুলেই ফিরে গেল শ্বশুরবাড়ির পরিবর্তে ওই শিক্ষার্থীকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করলো চুয়াডাঙ্গা থানা পুলিশ।

গতকাল চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের ছাগলাপাড়ায় এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ‘গাড়াবাড়িয়ার ছাগলা পাড়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ের আয়োজন করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে আমরা সেখানে যাই। খবর দেয়া হয় জনপ্রতিনিধি ও স্কুলের শিক্ষকদেরও। সবাই মেয়ের অভিভাবকের সঙ্গে কথা বলি এবং ঐ ছাত্রীকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করি।

শিরোনাম