সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা। দর্শকদের হতাশ করেছেন দুদলের খেলোয়াড়ই। ছন্দময় ফুটবলের বিপরীতে ম্যাচজুড়ে ছিল ফাউলের মহড়া। শারীরিক শক্তির প্রদর্শনে ঝরেছে রক্তও। শেষপর্যন্ত ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হলেও কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে গেছেন মেসি-ডি মারিয়ারা।
আর্জেন্টিনার সান হুয়ানে বাংলাদেশ সময় বুধবার ভোরে শুরু হয় ম্যাচটি। তবে কোনো দলই নিজেদের ছন্দময় খেলা দর্শকদের উপহার দিতে পারেনি। চোট কাটিয়ে আগের ম্যাচে বদলি হিসেবে নামা লিওনেল মেসি এদিন পুরোটা সময় খেলেন। তিনিও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। অন্যদিকে, দলের সেরা তারকা নেইমারকে ছাড়া ব্রাজিলও বেশ ভুগেছে।
৯০ মিনিটের হাইভোল্টেজ লড়াইটিতে ফাউল হয়েছে মোট ৪২টি, দুদলই সমান ২১ বার করে। বল দখলে আর্জেন্টিনা একটু এগিয়ে থাকলেও আক্রমণে সমানে-সমানে। দুই দলই গোলের উদ্দেশ্যে সমান ৯টি করে শট নেয়; আর্জেন্টিনার তিনটি আর ব্রাজিলের দুটি থাকে লক্ষ্যে। শুরু থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই উত্তাপ ছড়ায়। বারবার হওয়া ফাউলে বিঘ্ন ঘটে ফুটবলের স্বাভাবিক ছন্দ।
৩৩তম মিনিটে ব্রাজিলের ডি-বক্সের মুখে বল দখলে নিতে গিয়ে মেসি পড়ে গেলে ফাউলের আবেদন করে আর্জেন্টিনা শিবির, তবে রেফারির সাড়া মেলেনি। এসময় বেশ ক্ষুব্ধ দেখা যায় স্বাগতিক অধিনায়ককে। খানিক পরই আর্জেন্টিনার ডি-বক্সে ডিফেন্ডার ওতামেন্দির হাতের আঘাতে রাফিনিয়ার মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। ব্রাজিলের পক্ষ থেকে পেনাল্টির জোরালো আবেদন উঠলেও ভিএআরেও তাদের আশা পূরণ হয়নি। সর্বমোট ২২টি ফাউলের (আর্জেন্টিনা ১০, ব্রাজিল ১২) প্রথমার্ধে ৪১তম মিনিটে এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। তবে ডি-বক্সের বাইরে থেকে রদ্রিগো দে পলের দূরের পোস্টে নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান আলিসন।
বিরতির পরও একইভাবে চলতে থাকে মাঠের ফুটবল। ৬০তম মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় ব্রাজিল। ডি-বক্সের বাইরে থেকে মিডফিল্ডার ফ্রেদের শট ক্রসবারে বাধা পায়। ১০ মিনিট পর বক্সে ফাঁকায় বল পেয়ে গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস। নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে ভালো একটা সুযোগ পান মেসি।
তবে ডি-বক্সের মুখ থেকে গোলরক্ষক বরাবর নিচু শট নেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। সব মিলিয়ে টানা ২৭ ম্যাচে অপরাজিত রইলো স্কালোনির দল। এদিকে বাছাইপর্বের অপর ম্যাচে চিলিকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে দেয় ইকুয়েডর। ওদিকে আগেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল নেইমাররা।
নননননননাা
00