বিশ্বে এ যাবতকালের সবচেয়ে ছোট দিন ছিল ২০২২ সালের ২৯ জুলাই

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
বিশ্বে এ যাবতকালের মধ্যে সবচেয়ে ছোট দিন ছিল ২০২২ সালের ২৯শে জুলাই। সাধারণত প্রতি ২৪ ঘন্টায় পৃথিবী একবার সূর্য্যরে চারপাশে ঘুরে আসে।

কিন্তু ওইদিন এর থেকে ঠিক ১.৫৯ মিলিসেকেন্ড বা এক সেকেন্ডের এক হাজার ভাগের একভাগের সামান্য বেশি সময় কম নিয়েছে সূর্য্যকে ঘুরে আসতে। এর আগে সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর এত কম সময় লাগেনি। এক্ষেত্রে পৃথিবীতে সবচেয়ে ছোট দিনের রেকর্ড করেছে ২৯শে জুলাই। সূত্র-অনলাইন এনডিটিভি

শিরোনাম