বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় কোথাও ভর্তি হতে পারেননি। এ কষ্ট সইতে না পেরে আত্মহত্যা করেছেন এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের পদ্মানদীর সোনাকান্দর এলাকা থেকে পিউ কর্মকার নামে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুসাইড নোট লিখে যান পিউ। এরপরই পদ্মা নদীতে ঝাঁপ দেন তিনি। পিউ রাজবাড়ী শহরের ২নং রেলগেট এলাকার কৃষ্ণপদ সরকারের মেয়ে। সে চলতি বছর রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছিল।

শিরোনাম