বিলাইছড়ির গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যান আতোমং মারমার মৃত্যু
অনলাইন ডেস্কঃ
গুলিবিদ্ধ রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৪নং বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতোমং মারমা মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১১টা ৪৮ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আতোমং মারমা চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ৪৮ মিনিটের দিকে মারা গেছেন।
গত ২১শে মে নিজ ইউনিয়নের মারমা পাড়া এলাকায় তিনি দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন। পরে প্রথমে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরদিন তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তির পর ওদিনই উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানেই আট দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।