বিয়ের ১২ দিন পর অবশেষে স্বামী জানতে পারলেন ‘স্ত্রী’ আসলে পুরুষ

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
১২ দিন আগে সাধ করে বিয়ে সেরেছিলেন তিনি। কিন্তু এমনটাও যে হতে পারে স্বপ্নেও ভাবতে পারেননি স্বামী। বিয়ের ১২ দিন পর তিনি জানতে পারলেন স্ত্রী বলে যে নারীকে তিনি বিয়ে করেছেন তিনি আসলে পুরুষ। ইন্দোনেশিয়ার যুবকের সঙ্গে এমন ঘটনায় চমকে যাচ্ছেন সকলেই। সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী, ওই তরুণের নাম আলিয়াস একে। তিনি জাভা দ্বীপের নারিংগুল অঞ্চলের বাসিন্দা। ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে আদিনদা কানজা নামের এই নারীর সঙ্গে তার পরিচয় হয়। একসময় দুজনে দেখা করার সিদ্ধান্ত নেন। একে বলেন, কানজা সব সময় মুসলিম ঐতিহ্য অনুযায়ী বোরকা পরতেন। এবং যখনই দেখা করতে আসতেন, তখনই হিজাব পরে আসতেন।

ইসলাম ধর্মের অনুশাসনের প্রতি তার এই নিষ্ঠা দেখে তিনি কখনো এ নিয়ে কিছু বলেননি। এটা নিয়ে তার বিরক্তিবোধও লাগেনি কখনো। যখন দুজন বিয়ের সিদ্ধান্ত নিলেন, তখন কানজা জানান, তার পরিবারে এমন কেউ নেই, যারা বিয়েতে থাকতে পারেন। তাই আলিয়াসের বাড়িতেই ১২ এপ্রিল বিয়ের আয়োজন করা হয়। বিয়ের পরও আদিনদা সদ্য বিবাহিত স্বামীকে মুখ দেখাতে চাইত না। এমনকী গ্রামে আলিয়াস-এর পরিবারের সদস্য কিংবা বন্ধুবান্ধদের সঙ্গে দেখাও করতে চাইত না। তাদের সঙ্গে দেখা করার কথা বললেই কোনও না কোনও অজুহাতে এড়িয়ে যেত। শুধু তাই নয়, শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার কথা বললেও এড়িয়ে যেত সে। এইরকমভাবে এক আধ দিন নয়, চলে ১২ দিন। ১২ দিন ধরে সন্দেহজনক আচরণের পর আলিয়াস ঠিক করেন এসবের আসল কারণ তলিয়ে দেখবেন। খোঁজ খবর নেওয়ার পর জানতে পারেন আদিন্দার বাবা-মা দুইজনই জীবিত। তাদের সন্তান অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সেই সম্বন্ধে ঘুণাক্ষরেও কোনও দিন কিছু টের পাননি। এরপরেই আলিয়াস জানতে পারেন আদিন্দা নারী নয় বরং সে পুরুষ।

শিরোনাম