কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাই উপজেলায় সদ্য প্রবাস ফেরত এক যুবক তার মাকে প্রকাশ্যে শাবল দিয়ে পিটিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মাকে হত্যার আগে ওই প্রবাসী যুবক তার বাবা, মামা-মামী, মামাত বোন ও ভাইসহ পরিবারের ৫ সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই প্রবাসী যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার (১০ ডিসেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের কনকশ্রী গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে বলে জানান লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ূব।
নিহত ওই নারীর নাম নুরজাহান বেগম ওরফে চশমা (৫০)। তিনি ওই গ্রামের রাজা মিয়ার স্ত্রী। তাদের সন্তান অভিযুক্ত ওই যুবকের নাম নূরে আলম ওরফে সবুজ (৩২)। হত্যার সময় ঘাতক পুত্র পরিবারের আরো ৪ জনকে পিটিয়ে আহত করে।পুলিশ ঘাতক পুত্রকে আটক করেছে।