যে কারণে জয়নাল হাজারী বিয়ে করেননি

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
বিজু নামে একটা মেয়ের সাথে প্রেম ছিলো জয়নাল হাজারীর। মুক্তিযুদ্ধে যাওয়ার আগে দুই’জন কমিটমেন্ট করেছিলেন বিয়ের।

যুদ্ধ থেকে আসার পর জানতে পারলেন বিজু আরেকটা ছেলেকে বিয়ে করে ফেলেছে। সারা ফেনী শহর ‘বিজুর বিচার চাই’ প্লেকার্ডে ভরিয়ে দিলেন। সেই বিজুর জন্য সারাজীবন চিরকুমার রয়ে গেলেন। আর অপেক্ষা করতে হবে না। ফেনীর ‘জয়নাল হাজারী’শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চলে গেছেন পরপারে, না ফেরার দেশে।

শিরোনাম