বিএনপি নেত্রীকে বন্দি রাখার অর্থ গণতন্ত্র বন্দি: রিতা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি নেত্রীকে বন্দি রাখার অর্থ গণতন্ত্র বন্দি।বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে ৯০’র স্বৈরাচার পতন আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

অথচ এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ধরে তাকে অন্যায় ভাবে বন্দি করে রেখেছে। দেশনেত্রীকে বন্দি রাখা মানেই বাংলাদেশের গণতন্ত্র বন্দি। কেন্দ্রঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে মানিকগঞ্জে বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শিরোনাম