বিএনপি-জামায়াত মুখোমুখি,কেউ ছাড় দিতে নারাজ

স্টাফ রিপোর্টারঃ
ভোট পেলে জয়, না পেলে ক্ষয়। সেটি বিবেচনায় জাতীয়তাবাদী শক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি এবং ইসলামপন্থি মডারেট ফোর্স জামায়াত এখন মুখোমুখি। দেড়যুগ আগে একসঙ্গে সরকারে ছিল দল দু’টি।

কিন্তু এবার তারা আলাদা। উভয়ে নিজেকে নেতৃত্বের আসনে রেখে ভোটের জোটে নতুন বন্ধু খুঁজছে। জোটের রাজনীতিতে স্বতন্ত্র বলয় তৈরির চেষ্টায় দু’দলই মরিয়া। তাদের আজকের দ্বান্দ্বিক অবস্থান এবং ক্ষমতার রাজনীতি নিয়ে এবারের মন্তব্য প্রতিবেদন। লিখেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান ।

শিরোনাম