বিএনপি জনগণের দল: আফরোজা খানম রিতা

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে দলীয় নেতৃবৃন্দ।

গত রোববার বিকালে তিনি দুটি উপজেলায় এই কর্মসূচি পালন করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকালে জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় পায়ে হেঁটে রিতা দলীয় নেতাকর্মীদের নিয়ে মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এর আগে আফরোজা খান রিতা ঢাকা-আরিচা মহাসড়কঘেঁষা শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন।

শিরোনাম