সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বিএনপি’র মূল লক্ষ্য এই সরকারকে সরানো বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে ‘ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য ইশরাক হোসেনের মুক্তির দাবিতে’ মানববন্ধন কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একবার আওয়ামী লীগ ভারতে পালিয়েছিল, আবারো পালাবে। দেশের মানুষ কিছু না বললেও পালাবে। কথায় আছে- বনের বাঘে না খেলেও মনের বাঘে খায়।