মানিকগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির বিক্ষোভ ও মশাল মিছিলে উত্তাল মানিকগঞ্জ।হরতালের সমর্থনে মানিকগঞ্জে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন সড়কে মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল করেছে।
হরতাল সফল করার লক্ষ্যে রোববার সকালে মানিকগঞ্জ -সিংগাইর- হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা । মিছিল থেকে নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে স্লোগান দেন তারা। হরতালের সমর্থনে আরিচা মহাসড়কের গোলড়া ও জেলা শহরের বেউথা সড়কসহ বিভিন্ন সড়কেও মানিকগঞ্জ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেছে। রোববার রাতে মহাসড়কের মানিকগঞ্জের পুখুরিয়া ও পাটুরিয়া এবং সাটুরিয়া উপজেলার দিঘুলিয়ায় এলাকায় দলীয় নেতাকর্মীরা মশাল হাতে বিক্ষোভ মিছিল করেছে।