বিএনপির ডাকা ২য় দফার অবরোধে দেশের বিভিন্ন স্থানে আগুন,ভাঙচুরের ঘটনা ঘটেছে

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বিএনপি’র ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথমদিনে নোয়াখালীর চাটখিলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার পৌর বাজার সংলগ্ন ডাকবাংলোর সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ-হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রামের আনোয়ারায় একটি বাসে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোর ৫টার দিকে পিএবি সড়কের আনোয়ারা চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দ্বিতীয় দফার অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরে দু’টি বাসে আগুন দেয়া হয়েছে। বিএনপি ও জামায়াত আলাদা স্থানে অবরোধের পক্ষে মিছিল করেছে। এ সময় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহ ৬ জন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে ও পিটুনিতে আহত হয়েছেন ১০ জন।

ফেনীতে বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধ সমর্থনে সোমবার যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, ৫টি গাড়ি ভাঙচুর, অটোরিকশায় আগুনের ঘটনা ঘটেছে। অবরোধে বিভিন্ন স্থান থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার জাকির হাসান।

শিরোনাম