বিএনপির ইফতার মাহফিল নিয়ে সংঘর্ষ,আহত-২০

স্টাফ রিপোর্টারঃ
একই স্থানে বিএনপির দু’গ্রপের ইফতার মাহফিলকে করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।আর এ ঘটনাশ দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে ময়মনসিংহ উত্তর জেলাধীন নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক এ এফ এম আজিজুল ইসলাম পিকুলকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ময়মনসিংহের নান্দাইলে একই স্থানে ইফতার পার্টির আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।

শিরোনাম