স্টাফ রিপোর্টারঃ
সড়ক দুর্ঘটনায় আহত বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স কর্পোরাল মো. বুলবুল আহমেদ ও শিশু সন্তানকে হেলিকপ্টার করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পাঠানো হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিভাইয়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সাড়ে ৮টার দিকে স্ত্রী ও ছেলেসহ মোটরসাইকেল করে যাচ্ছিলেন। সেনানিবাস এমপি গেটের সামনে পৌঁছালে একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার স্ত্রী নিহত হন। এরপর গুরুতর আহত অবস্থায় বুলবুল ও তার সন্তানকে উন্নত চিকিৎসার জন্য আর্মি এভিয়েশন হেলিকপ্টার করে সিএমএইচে পাঠানো হয়।