বার্সেলোনা ছাড়ছেন না মেসি!

 

সংবাদ জমিন, স্পোর্টস ডেস্ক ঃঃ
বুধবার বার্সেলোনা সভাপতি হিসেবে অভিষেকের দিন হোয়ান লাপোর্তা জানান তার প্রধান লক্ষ্য লিওনেল মেসিকে রেখে দেয়া। আর তার দুই দিন পর, স্প্যানিশ সাংবাদিক হোয়ান ফনতেস তার টুইটারে জানালেন চুক্তি নবায়ণ করতে যাচ্ছেন আর্জেন্টাইন গ্রেট।চলতি মৌসুমের শুরুতেই বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। তখনই সামনে আসে তৎকালীন ক্লাব সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউর সঙ্গে তার বিরোধ। বার্তোমেউ আছেন বলেই মেসি থাকবেন না, এমন গুঞ্জনও ছিল।

অক্টোবরে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন বার্তোমেউ। ৭ মার্চ নির্বাচনের পর ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হন হোয়ান লাপোর্তা। এসেই ঘোষণা দেন, ‘বার্সেলোনার প্রতি মেসির ভালোবাসা অনেক, আর সে কোথাও যাচ্ছে না।’

শিরোনাম