বাবার শ্রাদ্ধ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ৫ ভাই নিহত, ঘাতক চালক গ্রেফতার

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
কক্সবাজারে বাবার শ্রাদ্ধ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ৫ ভাই নিহত হওয়ার ঘটনায় কান্নার মাতম চলছে ঐ পরিবারে। ঘাতক চালক সহিদুল ইসলাম সাইফুল ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। হৃদয় বিদারক ঐ ঘটনায় আহত হয় আরো ৩ ভাই বোন। গত মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ৫ ভাই নিহত হয়। এ ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়। অবশেষে শুক্রবার রাত পৌণে ১১টা নাগাদ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে চালক শহীদুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ড্রাইভার স্বীকার করেছেন গাড়ি চাপা দেয়ার কথা।এ বিষয়ে শনিবার(১২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টায় ঢাকার কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবে বলে জানা গেছে।

এদিকে মর্মান্তিক এ ঘটনায় শুধু ঐ পরিবার নয়, পুরো এলাকায় শোকের মাতম অব্যাহত আছে। ছবি-সংগৃহীত

শিরোনাম