বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদমে টিএস ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা একটায় চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন চেয়ারম্যান পাড়া মাশুকের ছেলে মো. বেলাল হোসেন (৩০), একই গ্রামে বাসিন্দা মো. সৈয়দ আমিন (৪৫) ও বাজার পাড়া গ্রামে মো. মিন্টু ছেলে মো. মিনহাজ।
জানা যায়, লামা থেকে বাইকযোগে আলীকদমে দিকে যাচ্ছিলেন তারা। তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা টিএস ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে তিন আরোহী মারা যায়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আলীকদম থানায় নিয়ে আসে পুলিশ সদস্যরা।