বান্দরবানে ঘরের মাটি খুঁড়ে পাওয়া গেল ৫ লাখ ইয়াবা !
বান্দরবন প্রতিনিধি ঃঃ
বান্দরবানের আলীকদমে এক বাড়ির মেঝে খুঁড়ে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর পালং পাড়ায় কবির হাজীর বাড়িতে অভিযান চালিয়ে র্যাব-৭ এর একটি দল কবির হাজীর ছোট ছেলে মনির হোসেন ও শফিউল্লাহ নামের এক কাজের ছেলেকে আটক করে। সেই সাথে তাদের বসত ঘরের মাটি খুঁড়ে পায় ৫ লাখ ইয়াবা।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, র্যাব সদস্যরা অভিযানের পর জব্দকৃত ইয়াবা ও আটককৃতদের নিয়ে থানায় আসেন। তবে ইয়াবা কিংবা আটকদের থানায় হস্তান্তর করেননি। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, কবির হাজী একজন রোহিঙ্গা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী।