সংবাদ জমিন রিপোর্টঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে গোলাগুলির পর কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান সীমান্তে নতুন করে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর থেকে তুমব্রু সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেছে। আঞ্জুমান সীমান্তে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত সীমান্ত এলাকার বাসিন্দারা গোলাগুলির শব্দ পান।
এর ফলে ওই এলাকার বাসিন্দারা উদ্বেগ-উৎকণ্ঠা ও আতংকের মধ্যে দিন পার করছেন।