বাটা কোম্পানীর দোকানে হামলা মানেই দেশের বড় ক্ষতি

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশে বাটা কোম্পানির বিনিয়োগ অন্তত ৫-১০ হাজার কোটি টাকা। বাটা সরকারকে রাজস্ব দেয় এক থেকে দেড় হাজার কোটি টাকা। তাছাড়া বাটায় ২ হাজারের অধিক মানুষের কর্মসংস্থান আছে।বাটা কোম্পানীর দোকানে হামলা মানেই দেশের বড় ক্ষতি। সরকার মোটা অঙ্কের রাজস্ব হারাবে তাতে কোন সন্দেহে নেই।

জানা গেছে,সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাটা একটি ইউরোপীয় কোম্পানি।বাটা কোম্পানী ইসরাইলের কোম্পানী না।প্রশ্ন হচ্ছে,তাহলে কেন লুটপাট করা হলো? এভাবে সারা দেশে শতাধিক দোকান লুটপাট করা হয়েছে।দেশের যারা এমন ক্ষতি করলো তাদের বিচার কি হবে।প্রশাসন সঠিক ব্যবস্থা নেবে।

শিরোনাম