বাজারে চাল, সবজি ও মাছের দাম বাড়ল

 

অর্থনৈতিক রিপোর্টার ঃঃ
সারাদেশে কঠোর বিধিনিষেধের কারণে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে স্বাভাবিক সময়ের তুলনায় ক্রেতার ভিড় কম হলেও পণ্যের দাম কমেনি। উল্টো এই সপ্তাহে পাড়া-মহল্লার দোকানে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। বিশেষ করে গরিবের বা খেটে খাওয়া মানুষের মোটা চালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৫ টাকা। তবে পাইকারি বাজারে চালের দাম বাড়েনি।

এ ছাড়া নতুন করে বেড়েছে সবজি ও মাছের দাম। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। ব্যবসায়ীরা বলছেন, এই সপ্তাহে বিভিন্ন সবজির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত। মাছের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা পর্যন্ত।

শিরোনাম