বাগেরহাটে নানার হাতে নাতনি ধর্ষণের শিকার,নানা গ্রেপ্তার
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় নাতনিকে ধর্ষণের অভিযোগে নানা আবুল হোসেন হাওলাদার (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার রায়েন্দা বাজারের পূর্বমাথা এলাকায় নিজ বাসা থেকে নানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়,রায়েন্দা বাজারের পূর্বমাথার চায়ের দোকানি আবুল হোসেনের মেয়ের ঘরের ১৫ বছরের নাতনি তার কাছে বসবাস করে। মেয়ে ও জামাই কাজের সুবাধে ভারতে বসবাস করেন। এই সুযোগে গত ২ বছর ধরে বিভিন্ন সময় আবুল তার নিজ স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নাতনিকে ধর্ষণ করতো। একপর্যায়ে গত ২২শে জুলাই রাতে সে পুনরায় তার নাতনিকে উপর্যুপরি ধর্ষণ করে। এতে তার নাতনি অসুস্থ হয়ে পড়ে। পরদিন সকালে তার খালাতো বোন মেয়েটিকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। এ সময় মেয়েটি নানা আবুল হোসেন তাকে ধর্ষণ করেছে বলে জানায়। ধর্ষণের ঘটনা আবুল নিজেও পুলিশের কাছে স্বীকার করেছেন।