বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের তিনজনের

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টায় উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ঢালমারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন: ঢালমারা গ্রামের রিয়াজ মোল্লার সাড়ে চার বছর বয়সের ছেলে সালমান, মেয়ে রেজবিনা (৯) ও স্ত্রী ছনিয়া (৩২)।

জানা গেছে,ঢালমারা গ্রামের রিয়াজ মোল্লা ঢাকায় অটোরিকশা চালান। তার স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে থাকে। আজ বেলা ১২টার দিকে রিয়াজ মোল্লার ছোট ছেলে সালমান বাড়ির পাশে খেলছিল। এসময় বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেয়ার তার ( সার্ভিস তার) ছিড়ে নিচে পড়লে সে তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়, পরে সালমানের বড় বোন সাবরিনা ও মা ছনিয়া সালমানকে ছাড়াতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।এ ঘটনায় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শিরোনাম