বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র ৩ মহাকবি

নিজস্ব প্রতিনিধি ঃঃ
যিনি মহাকাব্য লিখেন তিনিই হলেন মহাকবি। স্বার্থ মহাকাব্যের ওপর বিচার বিশ্লেষণে বাংলা সাহিত্যে মহাকবি ৩ জন। এরা হলেন,১। মাইকেল মধুসূদন দত্ত মহাকাব্য-মেঘনাদবধ ২।কায়কোবাদ মহাকাব্য-মহাশ্মশান ৩সিরাজ উদ দৌল্লাহমহাকাব্য-বাংলাদেশেরকথা।

শিরোনাম