বাংলার মহানায়িকা সূচিত্রা সেনের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে !

 

সংবাদ জমিন, বিনোদন ডেস্ক ঃঃ

বাংলার মহানায়িকা সূচিত্রা সেনের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে ! উপজেলার  বায়রা ইউনিয়নের বায়রা গ্রামের দিবানাথ সেনদারের বধু। বাংলার কিংবদন্তি মহানায়িকা। সুচিত্রা সেনের জন্মদিন পালিত হলো মঙ্গলবার (৬ এপ্রিল)। তার দাদার বাড়ি উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খানবানিয়ারা গ্রামে।

বাংলা চলচ্চিত্রের তিনি ‘মহানায়িকা’। তার অভিনীত সিনেমা না দেখা বাঙ্গালীর সংখ্যা কম। তাকে পছন্দ করেননি, তাকে ভালোবাসেননি এমন বাঙ্গালীও কম। অভিনয়ের মাধ্যমে দর্শক ও ভক্তদের মন জয় করেছেন। তাদের স্বপ্নে সদা বিচরণ করেছেন তিনি। ২৬ বছরের অভিনয় জীবনে মোট ৬১টি ছায়াছবিতে অভিনয় করেছেন। মহানায়ক উত্তম কুমারের বিপরীতে অভিনয় করে তিনি খ্যাতির শিখরে পৌঁছেছেন। তার অভিনীত ছবির মধ্যে আছে,সাড়ে চুয়াত্তর, সাত পাকে বাঁধা, সপ্তপদী, হারানো সুর, দ্বীপ জ্বেলে যাই, শাপমোচন, হসপিটাল, সাগরিকা, দেবদাস,  সবার উপরে, পথে হলো দেরী, গৃহদাহ, বিপাশা, উত্তর ফাল্গুনী ইত্যাদি।

 

‘সাত পাকে বাঁধা’ ছবিতে অভিনয়ের জন্য তিনি ১৯৬৩ সালে মস্কো চলচ্চিত্র উৎসবে ‘সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস’ জয় করেন। ভারতে তিনি ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত হয়েছেন। পেয়েছেন আরো সম্মাননা।সুচিত্রা সেনের জন্ম পাবনায় ১৯৩১ সালে। কলকাতায় ২০১৪ সালের ১৭ জানুয়ারি তিনি মৃত্যু বরণ করেন। ১৯৪৭ সালে তার বিয়ে হয় মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বায়রা গ্রামের জমিদারপুত্র দিবানাথ সেনের সঙ্গে। তার কন্যা মুনমুন সেনও জনপ্রিয় অভিনেত্রী। সুচিত্রা সেন সিনেমা প্রেমিক বাঙ্গালীর চিরকালের পছন্দের শীর্ষে। তিনি তার সময়ের, তার আগের এবং তার পরের সবার কাছেই প্রিয়।এই কিংবদন্তি শিল্পীর জন্মদিনে তার ভক্ত ও অনুরাগীরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সূত্র ফেসবুক, পোস্ট–এড. মোহাম্মদ খলিলুর রহমান

শিরোনাম