সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
গাজাসহ ফিলিস্তিনে ইসরাইলি যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের জন্য বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকাসহ ৫টি দেশ আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি)।
এ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান শুক্রবার এ খবর জানিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের ভিতরকার পরিস্থিতি তদন্তের জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমোরোস এবং জিবুতি। এ দেশগুলোর প্রতিটিই আইসিসির সদস্য। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন টিআরটি ওয়ার্ল্ড।