আন্তর্জাতিক ডেস্কঃ
দারুণ এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিওনেল মেসি। পরে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ তারকা এঞ্জো ফারনানদেজ। ৬৪তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল আদায় করেন মেসি। আর ৮৭তম মিনিটে দূরপাল্লার আরেক দুরন্ত শটে গোল পান ফারনানদেজ।
সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর খাদের কিনারায় ছিল আর্জেন্টিনা। এখান থেকে উত্তরণে সামনের দুই ম্যাচে জয় ভিন্ন কোনো পথ খোলা ছিল না দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের। এমন সমীকরণে মেক্সিকোর বিরুদ্ধে বাঁচা মরার ম্যাচে একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে ক্রিস্টিয়ান রোমেরো, পাপু গোমেজ, মলিনা, নিকোলাস তালিয়াফিকো ও লিয়েন্দ্রো পারেদেসের পরিবর্তে লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, মন্টিয়েল গুইদো রদ্রিগেজ ও এলেক্সিস ম্যাকএলিস্টারকে নিয়ে একাদশ সাজান কোচ লিওনেল স্কালোনি।