বলিভিয়াকে হারিয়ে পেলের রেকর্ড ভঙ্গ করলেন মেসি

 

সংবাদ জমিন, স্পোর্টস ডেস্ক ঃঃ
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসির দুর্দান্ত এক হ্যাটট্রিকে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। স্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেন ফরাসি ক্লাব পিএসজিতে নাম লেখানো ফুটবলের এই মহাতারকা।

এরপর দ্বিতীয়ার্ধে করেন আরও দুটি গোল। আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের এই ম্যাচে অসামান্য এক কীর্তি গড়েছেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি। কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ম্যাচে পেলের গোল সংখ্যা ৭৭, আর মেসির গোল সংখ্যা গিয়ে দাঁড়াল ৭৯-তে।

শিরোনাম