বলাৎকারে বাঁধা দেয়ায় মাদ্রাসা ছাত্র খুন

খুলনা প্রতিনিধি ঃঃ
খুলনায় মাদ্রাসাছাত্র তামিম মোল্লা (৭)কে হত্যার প্রায় ৯ মাস পর খুনি গ্রেপ্তার হয়েছে। উদঘাটিত হয়েছে রহস্য। বলাৎকারে বাধা দেয়ায় শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যা করে ওবাইদুল্লাহ ওরফে ওবাই (২৫)। গত বুধবার সন্ধ্যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনা জেলা ইউনিট প্রধান পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, খুলনার দিঘলিয়া উপজেলার শিশু তামিম মোল্লা হত্যাকাণ্ডের প্রায় ৯ মাস পর আসামি ওবাইদুল্লাহ ওরফে ওবাই শেখকে ১৬ই নভেম্বর বিকাল ৫টায় দিঘলিয়ার লাখোহাটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ওবাই শেখ। বলাৎকার করতে বাধা দেয়া পানিতে চুবিয়ে তামিমকে হত্যা করা হয়। পরে তামিমের জামা-কাপড় দিয়ে হাত-পা বেঁধে লাশ বিলের মধ্যে ফেলে দেয়।

শিরোনাম