বর্ষবরণে আতশবাজিতে প্রাণ গেল এক শিশুর

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
থার্টিফার্স্ট নাইটের সন্ধ্যা থেকেই রাজধানীজুড়ে ফুটছিল আতশবাজি। ঘড়ির কাঁটায় রাত ১২ বাজার সঙ্গে সঙ্গেই আতশবাজির মুহূর্মুহু বিকট শব্দে কেঁপে উঠে গোটা রাজধানী। আতশবাজির সেই তীব্র শব্দে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছিল চার মাসের শিশু উমায়েরও। হার্টে ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করা শিশুটির তখন থেকেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়।

সারা রাত কাটে এভাবেই শিশুটির । ছেলের এই পরিস্থিতি নিয়ে ৩১শে ডিসেম্বর রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন পিতা ইউসুফ রায়হান। আতশবাজির ফোটানোর সমালোচনা করে তিনি লিখেন, ‘কী বিকট শব্দ! আমার ছোট বাচ্চাটি এমনিতে হার্টের রোগী। আতশবাজির প্রচণ্ড শব্দে বাচ্চাটি আমার ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে।

শিরোনাম