বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনায় হয়নি মামলা, আটকদের ছেড়ে দিয়েছে পুলিশ

চট্রগ্রাম প্রতিনিধিঃ
বর্ষবরণের অনুষ্ঠানে হামলার ঘটনায় হয়নি মামলা, আটকদের ছেড়ে দিয়েছে পুলিশ।চট্টগ্রাম নগরের ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠান মঞ্চ ভাঙচুরের সময় ঘটনাস্থল থেকে আটক পাঁচ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার ভোরে তাদের ছেড়ে দেওয়া হয়। সেইসঙ্গে এ ঘটনায় কোনও মামলা হয়নি।

পুলিশ বলছে, আটকের পর তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ দেয়নি। এজন্য কোনও মামলাও হয়নি। তাই সোমবার ভোরে সাধারণ ডায়েরি (জিডি) করার পর আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে।

শিরোনাম