বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন নিখোঁজ রয়েছেন বলে
জানা গেছে,দগ্ধদের বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- রুবেল (২২), মানিক (৩০), মামুন (২৫) ও সম্পদ আলী (২৮)। তাদের মধ্যে রুবেলের শরীরের ৬৫ শতাংশ, মানিকের ৬০, মামুনের ৬৬ ও সম্পদ আলীর শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, জ্বালানি তেলভর্তি একাধিক ড্রাম নিয়ে একটি ট্রলার কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলো। সেই তেলের ড্রামের উপর পোলট্রি মুরগির খাবারের বস্তা রাখা ছিল। ট্রলারটি চলে যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এক ব্যক্তি শরীরে আগুন নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন।