বরিশাল প্রতিনিধি ঃঃ
বরিশাল-ঝালকাঠি মহাসড়কের নলছিটির শ্রীরামপুর এলাকায় মো. সোবাহান খলিফা (৫২) নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দৃর্বৃত্তরা। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল সকালে মরদেহ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে ওই অটোচালকের মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে ওই অটোচালকের পরিচয় শনাক্ত করে পুলিশ।
পুলিশ জানায়, এ ব্যাপারে মামলা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গ-এ প্রেরণ করা হয়েছে।