বরপক্ষের যৌতুক হিসেবে কচ্ছপ দাবি : কনে পক্ষের মামলা

 

সংবাদ জমিন, আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
বরপক্ষের যৌতুক হিসেবে কচ্ছপ দাবি, আর এ দাবির কারণে কনে পক্ষ মামলা ঠুঁকে দিয়েছে আদালতে। যৌতুক হিসেবে ২১ নখের বিরল কচ্ছপ ও কালো ল্যাব্রাডর চাওয়ায় মামলা দেয়া হলো ভারতের মহারাষ্ট্রের একটি পরিবারকে।

পাত্রীপক্ষের থেকে এর আগে দুই দফায় ১২ লাখ রূপি যৌতুক নেন পাত্রপক্ষ। কিন্তু এরপরেও তারা দাবি করতে থাকেন বিরল ওই কচ্ছপ, কালো ল্যাব্রাডর কুকুর ও একটি দামি বুদ্ধ মূর্তি। পাত্রীপক্ষ এগুলোও যোগারের চেষ্টা করে কিন্তু ওই কচ্ছপটি বিরল হওয়ায় তারা সেটি যৌতুক হিসেবে দিতে ব্যর্থ হন।

এ কারণে এই বিয়ে ভেঙ্গে দেয় পাত্রপক্ষ। একইসঙ্গে এর আগে গ্রহণ করা অর্থও ফেরত দিতে অস্বীকৃতি জানায় তারা। ফলে বাধ্য হয়ে পাত্রসহ পুরো পরিবারের বিরুদ্ধে মামলা দিতে বাধ্য হয় পাত্রীর পরিবার। গত ফেব্রুয়ারীতে উভয়ের মধ্যে এনগেজমেন্ট সম্পন্ন হয়।

শিরোনাম