বরগুনায় ঘুষ নেয়ার অভিযোগে এলজিইডির এক চাকরিচ্যুত ও দুই কর্মকর্তা বরখাস্ত

 

 

বরগুনা প্রতিনিধি ঃঃ
ঘুষ নেওয়ার অভিযোগে বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক কর্মচারীকে চাকরিচ্যুত ও দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

চাকরিচ্যুত হওয়া ব্যক্তি হলেন এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের ওয়ার্কশপ ইনচার্জ (ফোরম্যান) মো. জিয়াউর রহমান। আর বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন বরগুনা সদর উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান ও আমতলী উপজেলা প্রকৌশল কার্যালয়ের হিসাবরক্ষক মো. হুমায়ুন কবির।

তবে তাঁরা দাবি করছেন, টাকা নেওয়ার বিষয়টি সত্য নয়, ষড়যন্ত্র করে তাঁদের ফাঁসানো হয়েছে।

শিরোনাম