বরগুনায় উপজেলা নির্বাচনের বিরোধ নিয়ে বৃদ্ধ খুন

বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা জেলার পাথরঘাটায় উপজেলায় নির্বাচনের জেরে মো. শহিদুল ইসলাম হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করছে প্রতিপক্ষরা। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলামের মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের জ্ঞানপাড়া এলাকার একচল্লিশ ঘর নামক স্থানে শহিদুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে।নিহত শহিদুল হাওলাদার একই এলাকার মৃত বাহার আলী হাওলাদারের ছেলে। তিনি পেশায় জেলে।

জানা যায়, রাত ১০টার দিকে জ্ঞানপাড়ার বান্দাঘাটা এলাকায় মহাজন বনি আমিনের সঙ্গে প্রয়োজনীয় কাজ সেরে বাড়িতে আসার পথে মন্নান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস (৩৫), জাকির বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (২৫), নুরু মল্লিকের ছেলে আব্বাস মল্লিক (৪০)সহ ৫-৬ জন কুপিয়ে রাস্তায় ফেলে যায়। পরে তাকে দেড়টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. রাশিদা তানজুম হেনা জানান, রাত দেড়টার দিকে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে প্রায় বিশটির মতো ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ছাড়াও পায়ের রগ কাটা ছিল।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম