বরগুনা প্রতিনিধি ঃঃ
বরগুনার বেতাগী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে চাচাশ্বশুরের হামলায় ধলু মৃধা (৭৪) নামের একজন নিহত হয়েছেন। সংঘর্ষে ধলু মৃধার ছেলে মো. হাসান (১৯) ও তার স্ত্রী রেনু বেগম (৪৫) আহত হয়েছেন।
গতকাল সকাল সাড়ে ৮টার দিকে বেতাগী সদর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ধলু মৃধা একই এলাকর মৃত মোজাফর মৃধার ছেলে। নিহতের স্বজনরা জানান, নিহত ধলু মৃধার সঙ্গে জমি নিয়ে তার চাচাশ্বশুর রফিক মল্লিক (৫৫)এর দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।
এর জেরে রোববার সকালে রফিক মল্লিক তার লোকজন নিয়ে জমি পরিমাপ করতে আসে। এ সময় ধলু মৃধার সঙ্গে রফিকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রফিক তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে ধলু মৃধা ও তার ছেলেকে আঘাত করে। এতে ধলু মৃধা ঘটনাস্থলে মারা যান ও তার ছেলে হাসান আহত হন।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ জানায়, জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।