মানিকগঞ্জ প্রতিনিধিঃ
বন্য ছেড়ে মানিকগঞ্জের লোকালয়ে এবার মেছো বাঘ! আর এ বাঘকে তাড়া করতে বিভিন্ন লোকজন বেরিয়ে পড়ে এবং বাঘটি ধরে ফেলে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়াটিয়ার ফুলহারা এলাকায়।
জানা যায়,শুক্রবার(৩ জুন) একটি মেছো বাঘ হঠাৎ করে বনাঞ্চল ছেড়ে লোকালয়ে চলে আসে। এ সময় লোকজন খবর পেয়ে বেরিয়ে আসে এবং মেছো বাঘটিকে আটক করে। এরপর ঐ বাঘটিকে যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত বাঘটি বেছে আছে নাকি মরে গেছে তা জানা যায়নি।